Thursday 19 May 2011

বঙ্গ জননী


         “বঙ্গ জননী”
কতনা স্মৃতি
        মনের খাতায় আছে লেখা
কতনা স্মৃতি
        চোখের পাতায় আছে ভিড়ে
কতনা স্মৃতি
        মুছে গেছে মনের খাতা হতে
কতনা স্মৃতি
        মনে নেই;হৃদয়ের মাঝে আছে মরীচিকা হয়ে
তবু;তোমার স্মৃতি মনে আছে মনে থাকবে
        হে আমার বঙ্গ জননী সোনার বাংলা
ধন্য আমি তোমার বুকে জন্মগ্রহণ করে
ধন্য আমি তোমার কোলে লালিত হয়েছি বলে
ধন্য আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি বলে
তাইতো বিভুঁই দেশে বসে শুধুই তোমায় মনে করি
কি আশায় জানিনাকো মা ছেড়েছি তোমার মাতৃপাশ ?
কিসের ছলনায় জানিনাকো মা আজো আছি দূরে
কোন অদৃশ্য নাগপাশ রেখেছে বেধে আমায়
তাইতো রয়েছি আমি নিরূপায় হয়ে
তবুও তোমার রঙিন ছায়া ভিড় করে আছে দুনয়নে
তাইতো শুনতে পাই তোমার হাতছানি; হে বঙ্গ জননী ।।                 ০৪/০২/২০০৬

No comments:

Post a Comment