Thursday 19 May 2011

প্রশ্ন


              “প্রশ্ন”(?)
বিদ্যালয়ে জেনেছি বিজ্ঞান দাঁড়িয়ে আছে প্রশ্নের উপর
সেহেতু আমার মনে জেগেছে অনেক প্রশ্ন ।
আমার এই প্রশ্ন যুক্তিবাদের প্রশ্ন
আমার এই প্রশ্ন আজকের ভারতবর্ষের প্রশ্ন ।
কাদের;কাদের চক্রান্তে ভারতবর্ষ আজ খন্ড বিখন্ড ?
আবার কি হবেনা মিলন সেই আগের ভারতবর্ষের মত ?
আবার কি হবেনা হিন্দু-মুসলিমের ভাইয়ে ভাইয়ে মিলন ?
উনিশশ সাতচল্লিশ সালের ১৫ই আগষ্ট হয়েছে ভারতবর্ষ ব্রিটিশ মুক্ত ।
কিন্তূ আজও কেন পূর্ব-পশ্চিমের মধ্যে বিভেদ ?
কেন আজ পূর্বের মানুষ পশ্চিমে এসে হয় ভূমি,নাগরিকত্বহীন ?
এটাতো আমাদের সবারই প্রিয় মাতৃভূমি ।
তবে কেন আজও এই মাতৃভূমি নিয়ে পূর্ব-পশ্চিমের এই বিচ্ছেদ,পার্থক্য ?
লর্ড কার্জনের সেই বিষাক্ত বায়ু আজও কেন বইছে এই ভারতবর্ষে ?
ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলাই ছিল একমাত্র সহায় ।
তাদের সাম্রাজ্য হাত ছাড়া হয়ে যাওয়ার ভয়ে
চক্রান্ত করে ঘটিয়েছিল এই বিচ্ছেদ ।
        কিন্তূ আশ্চর্যঃ
আজ সেই চক্রান্ত প্রকাশ হয়ে যাওয়ার পরেও কেন
পুনরায় ব্রিটিশের সাম্প্রদায়িক বিষ বাষ্পে প্রবেশ করে নেতারা
মাতৃভূমিকে করল খন্ড-বিখন্ড ?
এরই মূলে তো সেই কুখ্যাত সাম্রাজ্যবাদী ব্রিটিশ লোভীরা ।
এরাই করেছিল বিভিন্ন দেশকে ছিন্ন-ভিন্ন ।
কিন্তূ তারা আজ সেই কুখ্যাত  ব্রিটিশের লালসার জিভ থেকে ছিনিয়ে এনেছে
তাদের মাতৃভূমি,হয়েছে আবার ঐক্যবদ্ধ ।
তবে আজও কেন ভারতবর্ষ নির্বোধের মত বিচ্ছিন্ন হয়ে
সবার চেয়ে থাকবে পিছিয়ে ?
কবে আবার সাম্প্রদায়িকতা ভুলে হবে একতাবদ্ধ ভারতবর্ষ ?
আজকের শুভবুদ্ধির মানুষও দেশ প্রেমিকেরা
এসবের জবাব দাও ?



                                           ২১/০১/২০০৬
                                      লেখকঃজ্যোতির্ময় বিশ্বাস

No comments:

Post a Comment