Thursday 19 May 2011

নীড় পানে


    নীড় পানে”
বহু দিন পরে ফিরতেছি পথে
আপনার বাসভূমি পানে
মনে হয় স্বপ্নের তরী নিয়ে
ছুটে চলেছি আপনার স্রোতে

দূর হতে যেন শুনতে পাচ্ছি
ছেলেবেলার সেই ছোট্টো ছড়া খানি
আমি সেই তোর ঘুমভাঙ্গানি
স্বপনের সেই ছোট্টো গ্রাম খানি

মনে পড়ে যায় কোকিলের সুমধুর গান
আজও যেন ছুয়ে যায় আমার এই প্রাণ
কে যেন বলল ডেকে প্রতীক্ষার হল অবসান
আমি সেই অনির্বাণ

ডাহুক বলে তোমায় চিনেছি চিনেছি
তুমিতো নওকো কোন বিদেশী
তুমি আমারই স্বদেশী
এতদিন তোমার আশায় বসে আছি

মাঠ বলল আবার তোমার পড়ল পদার্পণ
তোমার স্মৃতি বুকে লয়ে রয়েছি সারাক্ষণ
বট বলে তুমি আবার এলে কতক্ষণ
আমাদের কথা তাহলে মনে পড়ল এতক্ষণ

ঊষা বলে আমায় ওরে আয় আয়
তোকে বরণ করতে সেজেছি তাই
চেয়ে দ্যাখ সবার খুশিতে মন ভরে যায়
দ্যাখতো কে যেন তোর দিকে চায় ?

চেয়ে দেখি আমারই সেই স্বর্গের শান্তির নীড়
যার তলে পেয়েছি জননীর ক্রোড়
দুচোখে বন্যা বয়ে যায় মোর
এরই জন্য কাঁদে পরাণ মোর ।।



টীকা:
অনির্বাণ=আমার শৈশবের পাঠশালা
                                    ০৯/০৩/২০০৮
              

1 comment:

  1. ৩২৫১ দিনে সেই কল্পনার ( স্বপ্নের তরী) পথ হুবহু বাস্তবে পরিণত হয়েছে ।
    সব কাকতালীয় মনে হলেও এটাই বাস্তব ।

    ReplyDelete