Thursday 19 May 2011

চিকাগোর ধর্ম সম্মেলন


          “চিকাগোর ধর্ম সম্মেলন”
      জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর
           ভারতের জাগ্রত পীর ।
মায়ের আদেশে তুমি নিলে তুলে কঠিন ভার
ভারতের ধর্মের বাণী, নিয়ে তুমি দিলে পারি
         চিকাগোর ধর্ম সম্মেলনে ।
পথের মাঝে অনেক ভয়, বুঝি আই প্রয়াস হয় ক্ষয় ।
মনে তবু আছে বল, মায়ের আশীস মাথার পর ।
চিকাগোয় যখন শুনলে তুমি, ধর্ম সম্মেলন আছে দেরি
তাইতো খরচ বাঁচাতে তুমি বোস্টনে তো দিলে পারি ।
মায়ের কৃপায় সেখানে তুমি
পেলে তোমার ধর্ম সম্মেলনের পরিচয়পত্র খানি ।
প্রথম দিনে নিলে কেড়ে সবারই হৃদয় খানি ।
সবার শেষে উঠতে তুমি, দিতে তোমার বক্তৃতাখানি ।
তোমারই মন্ত্রবলে সবাইকে রাখতে ধরে
হাততালিতে করতে মাটি সারাদিনের যন্ত্রণাটি ।
পাশ্চাত্যদের ধরিয়ে দিলে ভূল ।
ভারতবর্ষে ধর্ম প্রচার করা কতটা ভূল ।
তাইতো তারা করল স্বীকার
ভারতবর্ষের কাছেও আছে শেখার ।
                                 ২১/০৩/২০০৮

No comments:

Post a Comment