Thursday 19 May 2011

অমর একুশে ফেব্রুয়ারী


        “অমর একুশে ফেব্রুয়ারী”
অমর একুশে ফেব্রুয়ারী
                বাংলাভাষার কান্ডারী ।
নদী যেভাবে ধায়
                সিন্ধুর মাঝে মিলিতে চায় ।
থামেনাতো হেতুএ
                সম্মুখের পর্বতে ।
দুর্দম গতিতে ধেয়ে যায় পলকে
                বাধাকে করি পিছে ।
এরই মাঝে রেখে যায়
                আপন স্মৃতিতে বেঁচে রয়  ।
পথের মাঝে দিয়েছে বিসর্জন
                আপনার দুরন্ত মন  ।
তারপর সন্যাসীর বেশে
                সাগরের মাঝে যায় মিশে ।
 তারপর ছড়িয়ে যায়
                সারা বিশ্বময় ।
এভাবে তুমিও তায়
                ছড়িয়ে গেলে বিশ্বময়  ।
হে  অমর একুশে ফেব্রুয়ারী
                বাংলাভাষার কান্ডারী ।
উনিশশ বাহান্ন সালে
                দিলে পাড়ি আপন মনে ।
ধেয়ে গেলে পর্বত পানে
                ঢাকারই সাভার প্রাঙ্গণে ।
মায়ের ভাষা ছিনিয়ে নিতে
                উর্দূভাষা মুখে ভরে দিতে ।
দেখিয়েছিলো ভয় রাইফেল হাতে
                আর এগোলে হবে ভূমিপাতে ।
মায়ের ছেলে শোনেনি মানা
                তাইত পুলিশ দিয়েছিল হানা ।
রাস্তা হইল রক্তে রাঙ্গা
                মাত্রি ভাষায় ঠাই পেলে বাংলা ।
ছেলেদের স্মৃতি বুকে নিয়ে
                সাতচল্লিশ বছর দিলে পাড়ি ।
সারা বিশ্ব ছড়াইলে তুমি
                মায়ের ভাষার গৌরব খানি ।
অবশেষে উনিশশ নিরানব্বই সালে
                জাতিসঙ্ঘ সবাইকে শোনাল বলে ।
মাত্রি ভাষা জন্মগত অধিকার
                পারবেনা কেউ এটি করতে প্রতিহার ।
এবং তুমি অমর একুশে
                পেলে পদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ।।


                                              ২৭/০৫/২০০৮
                                            সময়-রাত১২টা৩০মিনিট

No comments:

Post a Comment